নগরীতে চলন্ত কারে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরে চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বন্দর থানার কাস্টমস ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশু ও মহিলাসহ পাঁচজন যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হয়ে আসেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিশু দৈনিক আজাদীকে জানান, গাড়িটি পতেঙ্গামুখী ছিল। ব্যাটারির ক্যাবল থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে অসামপ্রদায়িক দেশ বিনির্মাণের অঙ্গীকার ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধবাড়ছে শনাক্তের হার