নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজও বৃষ্টির আভাস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৪:৫২ পূর্বাহ্ণ

খনার বচন আছেযদি বর্ষে ফাল্গুনে, চিনা কাউন দ্বিগুণে। অর্থাৎ চিনা ও কাউন ধান ফাল্গুন মাসে বৃষ্টি হলে দ্বিগুণ হয়ে থাকে। প্রকৃতিতে গতকাল ছিল ফাল্গুন মাসের শেষ দিন। বিকেল আড়াইটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় পথচারীরা ভোগান্তিতে পড়েন।

কৃষিবিদরা বলছেন, এই সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি রবি শস্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এছাড়া আমের মুকুলের জন্য ভালো। তবে ভারি বৃষ্টিপাত হলে ফসলের কিছুটা সমস্যা হতে পারে। গৃহিণী জান্নাতুল ফেরদৌস বলেন, গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে বিকেলে জিইসি মোড়ে অনেকক্ষণ আটকা পড়েছিলাম। এসময় রিকশাওয়ালারাও দ্বিগুণ ভাড়া দাবি করেন। পতেঙ্গা আবহাওয়ার অফিসের পূর্বাভাস কর্মকর্তা জানান, আগামীকাল (আজ) সকালের দিকে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ (গতকাল) চট্টগ্রামে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধসড়কে কাদা মাটি, অল্প বৃষ্টিতে পিচ্ছিল
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ