চট্টগ্রাম নগরীতে এক কেজি গাঁজাসহ তাজ মোহাম্মদ প্রকাশ মাহমুদ (৩৬) ও নুর নাহার বেগম (৩৪) নামে দুই কুখ্যাত গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থানা সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোড, সিএন্ডবি কোলোনীস্থ করিম সওদাগরের বাড়ীর পূর্বপার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেখানো মতে ০১নং আসামির বসতঘরের পূর্ব পার্শ্বে রাখা অস্থায়ী পাখির খাঁচার উপর হতে এক কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিরা উদ্ধারকৃত গাঁজা বিভিন্ন উৎস হতে ক্রয় করে ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।