নগরজুড়ে পানির সংকটে সুজনের ক্ষোভ

| রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

রমজান মাসের শুরুতেই ওয়াসার পানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নগরজুড়ে পানির তীব্র সংকটে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াসার পানি সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে গত ৩ মার্চ ওয়াসার এমডির সাথে মতবিনিময়ে রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিলেও ওয়াসা কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ করেন সুজন।

বিজ্ঞপ্তিতে সুজন বলেন, চট্টগ্রামের বিপুল সংখ্যক নগরবাসীর পানির চাহিদার কথা চিন্তা করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন পানি শোধনাগার প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকার বরাদ্দ প্রদান করেছেন। অতীতের সরকারগুলো নগরবাসীর পানির চাহিদা মিটানোর জন্য কোন ধরণের বরাদ্দ না রাখলেও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ ছিল উল্লেখ করার মতো। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী পানির দুশ্চিন্তা থেকে মুক্ত হবেওয়াসা থেকে বারবার এমন বক্তব্য দিলেও নগরবাসী কিন্তু সুপেয় পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে রমজানের প্রথম দিন থেকে পানির জন্য বিপাকে পড়েছে নগরবাসী। সারাদিন অপেক্ষা করেও নগরীর অনেক এলাকায় পানির দেখা মিলছে না। বিশেষ করে নগরীর উঁচু এলাকায় পানির সংকট আরো বেশি। এমনকি ইফতার এবং সেহেরীর সময়ও পানির দেখা না পাওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে নগরীর বাকলিয়া, বায়েজিদ, চকবাজার, কাতালগঞ্জ, সরাইপাড়া, পতেঙ্গা, হালিশহর, কাট্টলী, আগ্রাবাদ, মুরাদপুরসহ অন্যান্য এলাকায় ওয়াসার পানি পাচ্ছে না বলে গ্রাহকের অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওয়াসার কোন দৌড়ঝাঁপও দেখছে না বলে হতাশা প্রকাশ করেছেন গ্রাহকবৃন্দ। অথচ ওয়াসা এ রমজানে গ্রাহকদের কষ্টে না পড়ার কথা বললেও সে কথা রাখেনি তারা।

সুজন বলেন, প্রকল্প গ্রহণের পূর্বে পানির উৎস, চাহিদা, বিপণন এবং পানির লবণাক্ততা এসব বিষয় বিবেচনা করে প্রকল্প গ্রহণ করা উচিত। প্রকল্প বাস্তবায়নের পর লবণাক্ততার জন্য পানি সংগ্রহ করতে না পারার কথাটা বলা শোভন নয়। এ সমস্যা কাটিয়ে উঠার জন্য ওয়াসার বিকল্প পন্থা খুঁজে বের করা উচিত বলে মনে করেন তিনি। গ্রাহকদের কথা বিবেচনা করে রেশনিং এবং ভাউচারের মাধ্যমে নগরবাসীর মাঝে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ওয়াসার প্রতি অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে কোনো দেশ অশুভ খেলার সাহস পায়নি : সেতুমন্ত্রী