নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকা থেকে নগদ টাকা, তাসসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নাছির আহম্মদ (৪০), মো. রেজাউল (৩০), আকবর আলী প্রকাশ জিসান (২৫), মো. রাসেল (৩৩), জাহিদ হোসেন (৩৭), মো. টিটু (৩৩), মো. মজনু মিয়া (৩২), মো. আলম (৩৩), মনির হোসেন (৩০), আবদুল কাদের (৪৬), মো. শাহীন (২৮), মো. জামশেদ (২৭), ইব্রাহীম খলিল (২৬), জাহিদ হোসেন(২৫) ও লিটন জল দাশ(২৫)। সিএমপির গোয়েন্দা (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকমল আলী রোডের খালপাড়স্থ মকবুল মিস্ত্রীর বাড়ির গলি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৩৬০ টাকা ও ১৬ টি তাসের বান্ডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে।