নকল জন্মনিবন্ধন সনদ তৈরি, স্টুডিওকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

নকল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে নগরীর হালিশহরের কলসি দিঘির পাড় এলাকার তানভীর ডিজিটাল স্টুডিওকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।

তিনি বলেন, নকল জন্মসনদ তৈরির অভিযোগ ছিল। প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, গতকাল ময়লার ডিপো এলাকার লিয়াকত আলী ট্রেডিং নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাছের খাদ্যের সঙ্গে হাঁড়, চামড়া ও কেশ মিশিয়ে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে