প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দুই হারের পর জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নওজোয়ান ১-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। তবে আগ্রাবাদ নওজোয়ানের পাঁচ খেলায় দ্বিতীয় জয় হলেও রাইজিং স্টারের তৃতীয় হার। গতকাল খেলার প্রথমার্ধের ৩১ মিনিটে ডি বঙে জটলা থেকে গোল করে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে এগিয়ে দেন নুর মোহাম্মদ সুজন (১-০)। দ্বিতীয়ার্ধের ৫২ ও ৬৮ মিনিটের দিকে আরো দুটি গোলের সুযোগ মিস করেন সুজন। অন্যদিকে পিছিয়ে পড়া রাইজিং স্টার দ্বিতীয়ার্ধের শেষে প্রতিপক্ষের উপর একচেটিয়া আক্রমণ চালায়। কিন্তু ফিনিশারের অভাবে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ৫ খেলা শেষে দুইটি জয়-পরাজয় ও এক ড্রয়ে আগ্রাবাদ নওজোয়ানের পয়েন্ট ৭। সমান খেলায় তিন হার, এক জয় ও ড্রয়ে রাইজিং স্টার ক্লাবের পয়েন্ট ৪। ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে শতদল ক্লাব। ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও কল্লোল সংঘ। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের একমাত্র গোলদাতা নুর আহম্মদ সুজন। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মো. জাহেদ হোসেন। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪.৩০টায় প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ও আগ্রাবাদ কমরেড ক্লাব এবং সন্ধ্যা ৬.৩০টায় দ্বিতীয় খেলায় লড়বে কর্ণফুলী ক্লাব ও ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাব। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।