সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী আগ্রাবাদ নওজোয়ান ক্লাব পয়েন্ট হারিয়েছে। রেলওয়ে রেঞ্জার্সের সাথে ড্র করে খানিকটা পিছিয়ে গেছে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এ দু’দল গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়।
নওজোয়ান ক্লাবকে রুখে দিয়ে রেলওয়ে রেঞ্জার্স আগামীকাল রাইজিং স্টার ক্লাব ও কিষোয়ান স্পোর্টিং ক্লাবের খেলাকে ’অঘোষিত’ ফাইনালে পরিণত করেছে। আগামীকাল দুপুরে তাদের এ দ্বৈরথ অনুষ্ঠিত হবে। তবে ড্র হলে নওজোয়ান ক্লাব স্বস্তি পাবে। সেক্ষেত্রে নিজ শেষ খেলায় বাকলিয়া একাদশকে পরাজিত করলে নওজোয়ানের শিরোপা নিশ্চিত হবে।
লিগ শিরোপার দাবীদার অপর দুই দল কিষোয়ান এবং রাইজিং স্টার ক্লাব প্রত্যেকে ৮ খেলা শেষে ১৫ পয়েন্ট করে অর্জন করেছে। নওজোয়ান ৮ খেলা শেষে ১৪ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে রেলওয়ে রেঞ্জার্স ৮ খেলা শেষে ১২ পয়েন্ট পেয়েছে। গতকালের খেলায় উভয় দল গোলের সহজ সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধেই তারা এ সুযোগগুলো হাতছাড়া করে। এ অর্ধের ২০ মিনিটে রেলওয়ে’র স্টপার রাকিব হেড করার আগেই নওজোয়ানের গোলরক্ষক নাইম নিজ আয়ত্বে বল নেন। ৫ মিনিটের ব্যবধানে বদলি সাজ্জাদ বঙে ফাঁকায় বল পেয়ে শট নিলে আবারো নাইম কৃতিত্বের সাথে লুফে নিয়ে নিশ্চিত গোল রক্ষা করেন। পরবর্তীতে যোগ করা সময়ে দুই দফা সুযোগ পায় নওজোয়ান। একবার বক্সে ফাঁকায় পেয়ে বদলি সোহেল রানা বাইরে বল পাঠান। আরেকবার আবারো সোহেলের শট রেলওয়ে গোলরক্ষক প্রতিহত করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নওজোয়ান। গতকাল খেলা শেষে নওজোয়ান ক্লাবের বলবয় এবং কর্মকর্তা রেফারীর দিকে তেড়ে গেলে ফুটবল কমিটির কর্মকর্তারা বাধা দিয়ে পরিস্থিতি সামাল দেন।
এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের খেলোয়াড় মো. তৌহিদ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম। আজ বেলা ২.৪৫ টায় কর্ণফুলী ক্লাব বনাম ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।