সিজেকেএস–সিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে কল্লোল সংঘ। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্ল্লোল সংঘ ২–০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। কল্লোল নিজেদের প্রথম দুই খেলায় টানা ড্র করে। তৃতীয় খেলায় এসে তারা প্রথম জয়ের স্বাদ পেল। এদিকে নওজোয়ান ক্লাব নিজেদের প্রথম দুই খেলায় টানা জয় পেয়েছিল। তৃতীয় খেলায় তারা প্রথম পরাজয় দেখলো। ৩ খেলা শেষে কল্লোল সংঘ ৫ পয়েন্ট পেয়েছে ও নওজোয়ানের অর্জন ৬ পয়েন্ট। গতকাল আগ্রাবাদ নওজোয়ান ক্লাব খেলার শুরুর পর বেশকটি গোলের সুযোগ পায়। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। এর ফলও তারা পায় শেষ পর্যন্ত। পরাজয়ের কষ্ট নিয়ে মাঠ ত্যাগ করতে হয় তাদের। খেলার প্রথমার্ধে ইনজুরি সময়ে নূর মো. সুজনের গোলে লিড পায় কল্লোল সংঘ। তিনি বঙের বাইরে থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন (১–০)। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা কল্লোল সংঘ দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই গোলসংখ্যা দ্বিগুন করে নেয়। এ অর্ধে ৫৫ মিনিটের সময় নওজোয়ান গোলমুখে জটলার সৃষ্টি হয়। সেখানে থাকা মো. রাসেদ বল জালে দিলে ২–০ গোলে এগিয়ে যায় কল্লোল সংঘ। দুই গোলে পিছিয়ে থাকা নওজোয়ান এসময় এলোমেলো খেলতে থাকে। তাদের একাধিক ভুল পাসের জন্য অনেক আক্রমণ জোরালো আকার ধারণ করতে পারেনি। আগের ম্যাচের তুলনায় কল্লোল এদিন অনেক গোছানো ফুটবল উপহার দেয়। খেলার শেষ দিকে আগ্রাবাদ নওজোয়ানের বদলি খেলোয়াড় বাপ্পীর হেড কল্লোল গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করলে গোল বঞ্চিত হতে হয় তাদের। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের খেলোয়াড় নূর মোহাম্মদ সুজন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শওকত হোসেন।
আজকের খেলা–পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা– কে এম স্পোর্টিং ক্লাব (দুপুর–১২.৪৫টা), রাইজিং স্টার–জেলা পুলিশ একাদশ (বেলা–২.৪৫টা)।