মন যখন স্থির, নীরবতার সুরে বাঁধা,
কোনো ছায়া নেই, আলো–আঁধারের খেলা নেই
তখন আসে শূন্যতার রূপ,
অবিরত প্রশান্তি বয়ে আনে নিস্তব্ধতা।
ভাবনার দরজা বন্ধ,
অপ্রয়োজনীয় চিন্তা হারিয়ে যায় দূরে,
মনের আকাশে কোনো মেঘ নেই,
শুধু বিশালতা, এক অপার শূন্যতা।
আমরা তখন এক পাত্র
ফাঁকা, নির্জন, নির্ভার,
ভিতরে ঢোকে না কোনো শব্দ,
কেবল অসীমের ডাক শুনি আমরা।
শান্তি আসে, আলোর কণা জমা হয়,
আনন্দ ভরে তোলে ভিতরের প্রতিটি কোণ,
এই শূন্য পাত্রে গড়ে ওঠে সম্পূর্ণতার ছবি,
এটিই ধ্যান এক অনন্তের পথে যাত্রা।