ধ্যানের পৃথিবী

কানিজ ফাতেমা | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

জ্বলজ্বল করা সেই তারার মতন,
হৃদয় প্রাসাদে লিখা নামটি তেমন,
পবিত্র আলয়ে যেন দীপ্তিময় চাঁদ,
মনের গহীনে জাগে লুকোচুরি ফাঁদ,

কোন এক ছায়াচ্ছন্ন হৃদয়ের মোড়ে,
কত কথা বলে যাই মৌন চরাচরে,
নীলাকাশে জেগে উঠে সুখের চাদর,
অপলক চেয়ে থাকি শুধু নিরন্তর,

আকাশে সবেগে দোলে মেঘের আনন্দ,
মন মন্দিরায় বাজে সেই সুর ছন্দ,
জোনাকিরা উড়ে যায় চাঁদের মহলে,
হৃদয় অঙ্গনে যেন ফুল হয়ে দোলে,

অপত্য স্নেহের মায়া জীবনের দিশা,
পুলকিত প্রাণে প্রাণে কাটে অমানিশা,
এ কেমন ঘোরলাগা ধ্যানের পৃথিবী!
চলন্ত মিছিলে মিশে সব সৃষ্টিজীবী।

পূর্ববর্তী নিবন্ধঅযোগ্যদের সঙ্গ ত্যাগ করতে হবে
পরবর্তী নিবন্ধমূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়