পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের মারিওপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রুশ সেনারা। গতকাল রোববার বিবিসি এ খবর জানিয়েছে। এর আগে গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। রাশিয়ার জোরদার হামলার মুখে স্কুলটিতে প্রায় ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন। খবর বাংলানিউজের। এদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। টেলিগ্রামে দেওয়া তথ্যে নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছে, রুশ সেনাদের হামলায় স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষগুলো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। অবশ্য হামলার পর তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া মারিওপোলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন কঠিন হয়ে পড়েছে। ফলে নগর কর্তৃপক্ষের দাবিটি যাচাই করতে পারেনি বিবিসি। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর গতকাল রোববার ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রুশ সেনাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়ে আসছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।