ধোয়ামোছার কাজ শেষ, চলছে ডাইনিং-ওয়াশরুম প্রস্তুতি

১৮ অক্টোবর খুলছে চবির হল

চবি প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

করোনা মহামারি জনিত কারণে প্রায় ১৮ মাস ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় অবশেষে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ১৮ অক্টোবর খুলছে হল। সবশেষে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথাও জানিয়েছে প্রশাসন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও নিজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ৫ নভেম্বরের পর শুরু হবে পুরোদমে সশরীরে ক্লাস। এক্ষেত্রে প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে বিভিন্ন হলের ধোয়ামোছার কাজ সম্পন্ন হয়েছে, কিছু হলে কাজ চলছে। এছাড়া হলের ডাইনিং, ওয়াশরুমসহ অন্যান্য কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছে হল প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রভোস্ট ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী আজাদীকে বলেন, ১৮ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। হল খুললে ডাইনিংও খোলা হবে। তিনি বলেন, আমাদের হলের ধোয়ামোছার কাজ অনেকটা সম্পন্ন। ডাইনিং ও অন্যান্য কিছু কাজ বাকি আছে। সেগুলো এর মধ্যে সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, হল খোলার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু শঙ্কা হল প্রথম ডোজ টিকা নিশ্চিত করা নিয়ে। যদিও টিকা না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম, তবু এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে যাচ্ছি। দরকার হলে জরুরিভাবে আমরা ৫ হাজার টিকার চাহিদা দেব। আর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও সশরীরে ক্লাস শুরু হবে ৫ নভেম্বরের পর।
এদিকে বিশ্ববিদ্যালয় খোলার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দেড় বছর পর আবারও সেই স্বাভাবিক ক্যাম্পাসে ফেরা, হলের বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা দেওয়া, শাটলে ক্যাম্পাস-টাউন যাতায়ত, গলা ছেড়ে গান ধরা- এসব ছিল এক সময়ের রুটিন কাজ। সেই সময় আবার ফিরে পাব- ভাবতেই ভেতরেরটা আনন্দে লাফিয়ে উঠছে। কথাগুলো বলছিলেন এ এফ রহমান হলের মেহেদী হাসান। তিনি বলেন, আবার হলে ফিরতে পারব ভাবতেই অবাক লাগছে। অনলাইন আর বাস্তব অনেক তফাৎ। অদৃশ্য করোনাভাইরাস আমাদের জীবন থেকে ক্যাম্পাস জীবনের দেড়বছর কেড়ে নিয়েছে। তবে করোনার কারণে ভিন্ন পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যা জীবনে চলার পথে কাজে লাগবে।

পূর্ববর্তী নিবন্ধএবার ধ্বংস করা হবে নিলাম অযোগ্য ১৮৮ কন্টেনার পণ্য
পরবর্তী নিবন্ধসাহিত্যে নোবেল পেলেন আবদুল রাজাক গুরনাহ