চন্দনাইশ উপজেলার পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে দিনেদুপুরে আবারো মহড়া দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীদের একটি দল। গতকাল মঙ্গলবার দুপুরে ৬–৭ জনের দলটি ধোপাছড়ি বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাজারে থাকা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তবে সন্ত্রাসীরা কাউকে কিছু না বলে ঘণ্টাখানেক অবস্থানের পর চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ধোপাছড়ি বাজারে অবস্থানকারী এক ব্যক্তি জানান, পাহাড়ি সন্ত্রাসীরা ধোপাছড়ি খাল পার হয়ে ধোপাছড়ি বাজারে প্রবেশ করে। এ সময় তারা বাজারে অবস্থানরত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মোবাইল ফোন বের করতে বারণ করে। তারা কালো রঙের পোশাক পরিহিত ছিল, কাঁধে ছিল ব্যাগ। ব্যাগের মধ্যে অত্যাধুনিক অস্ত্রও দেখা যাচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, পাহাড়ি সন্ত্রাসীরা বান্দরবান ও ধোপাছড়ি সীমান্তের ডলুপাড়া পার হয়ে সেমিরমুখ দিয়ে ধোপাছড়ি বাজারে আসে। আসার সময় তারা একটি বাঁশের গাড়ি থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয়। ধোপাছড়ি বাজারে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর ২ নং ওয়ার্ড শামুকছড়ি হয়ে কুহালং দিয়ে বান্দরবানের দিকে চলে যায়।
এর আগে গত ৮ জানুয়ারি দিনেদুপুরে অর্ধশতাধিক সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী ধোপাছড়িতে মহড়া দিয়েছিল। ওইদিন গ্রুপটি প্রায় ৩–৪ ঘণ্টা ধোপাছড়িতে অবস্থান করেছিল। ধোপাছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের মহড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতংকে দিন কাটাচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, ধোপাছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের মহড়া দেওয়ার খবর পেয়ে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনী ও চন্দনাইশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবে। একইসাথে পাহাড়ি সন্ত্রাসীদের সাথে স্থানীয়দের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।