মহেশখালীতে ধান ভাঙার মেশিনে মাফলার প্যাঁচিয়ে মারাত্মকভাবে আহত এক কিশোর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কিশোরের নাম আরজ মিয়া (১৭)। সে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়া (মরাঝিরি) গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
সিরাজ মিয়া জানান, আমার ছেলে আরজ মিয়া হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সংসারের অভাব অনটনের কারণে তাকে স্কুল থেকে নামিয়ে আয় রোজগার করতে ট্রাক্টর গাড়িতে করে ধান ভাঙার কাজে নিয়োজিত করি। গত বুধবার বিকেলে হোয়ানকের কালাগাজীর পাড়া এলাকার একটি বাড়িতে ধান ভাঙার জন্য মেশিন স্টার্ট করার সময় অসাবধানতাবশত ছেলের গলায় থাকা মাফলার মেশিনের চাকায় জড়িয়ে যায়। এ সময় সে মাফলার প্যাঁচিয়ে মেশিনের আটকে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী পরে কক্সবাজার সর্বশেষ চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। গতকাল রবিবার সন্ধ্যায় আরজ মারা যায়।