চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার চতুর্থদিন গতকাল সোমবার দিনভর নগরীর ৭নং পশ্চিম ষোলশহর, ৪ নং চানঁদগাও এবং আমিন শিল্পাঞ্চল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গণসংযোগকালে বিভিন্ন স্পটে পথসভায় বক্তব্য রাখেন তিনি। দলীয় কর্মীদের সাথে নিয়ে সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষ প্রতীকে। বিলি করেন প্রচারপত্র।
পথসভায় ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদগার শুরু করেছে। সকল মিথ্যা অপপ্রচারের জবাব আগামী ২৭ জানুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিবে। তিনি বলেন, ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষই বিজয়ী হবে। ডা. শাহাদাত সকাল ১১ টায় নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করে বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চাঁন্দগাও থানা, মৌলভী পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, বাহির সিগন্যাল মোড়ে গিয়ে শেষ করেন। বিকেলে মুরাদপুর মোড় থেকে গণসংযোগ শুরু করে মোহাম্মদপুর, খতিবের হাট, নাজিরপাড়া, হামজারবাগ, হামজা খাঁ লেইন, হামজারবাগ কলোনী, হিলভিউ, আলী নগর, বার্মা কলোনি, মোহাম্মদ নগর, আমিন কলোনি হয়ে আতুরার ডিপো চামড়া মার্কেটের সামনে এসে শেষ করেন।
চান্দগাঁওয়ে গণসংযোগকালে ডা. শাহাদাত বলেন, চানঁদগাওবাসীর প্রতি সরকার বিমাতাসুলভ আচরণ করেছে, এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। কালুরঘাট সেতু পূর্ণনির্মাণে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। নির্বাচিত হলে চান্দগাঁওসহ পুরো নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে শান্তির জনপদে পরিণত করব।
গণসংযোগ চলাকালে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপি’র সদস্য এরশাদ উল্লাহ, নিয়াজ মোহাম্মদ খান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এসকান্দার মির্জা, মনজুর আলম মনজু, মনির আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, আবু মূসা, মো: আসলাম, সিরাজুল ইসলাম মুন্সি, এ্যাডঃ এফ এ সেলিম, কামরুল ইসলাম, মোজাম্মেল হক হাসান, মহিলা কাউন্সিলর প্রার্থী জিন্নাতুন নেছা জিনু, নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান, ৪ নং চান্দঁগাও ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সম্পাদক শরীফ উদ্দিন খান, চান্দঁগাও ওর্য়াড বিএনপির সভাপতি মো: ইলিয়াছ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহে নেওয়াজ চৌধুরী মিনু উপস্থিত ছিলেন।
পথসভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি জনগণের উন্নয়ন ও পরিবর্তনে বিশ্বাসী। বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।