ধলই ইউপি চেয়ারম্যান মনসুর কারাগারে

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল মনসুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। চেয়ারম্যান আবুল মনসুর বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাসহ পাঁচটি মামলার আসামি। গত বুধবার বিকেলে ডিবি পুলিশ চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে। এ সময় তার সমর্থকরা ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং কাটিরহাট বাজার ও মনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং জান্নাত শিরিন (৫৪) নামে স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, আহতদের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘর লুট, দুজনকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ