রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রয়াত প্রেসিডেন্ট শফিউল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্লাবের পক্ষ থেকে ‘হোম ফর হোমলেস ২০২৮’ কর্মসূচির আওতায় হাটহাজারীর কাটিরহাট ধলই গ্রামে অসচ্ছল তিনটি পরিবারের মাঝে গতকাল সেমিপাকা বাসস্থান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আলাউদ্দিন, পিপি লতিফ আনোয়ার চৌধুরী, পি পি সাইফুদ্দিন আহমেদ, পি পি এস কে আজিম পিন্টু, সদস্য ফয়সাল বিন আলম, হুমায়ুন আজাদ, ডা: মানতাকা তারান্নুম, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।