ধর্ষণের শাস্তির দাবিতে নগরে গণস্বাক্ষর কর্মসূচি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

গত ১৮ বছরের সকল ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার কার্যকর ও ফাঁসির দাবিতে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে নিজেদের স্বাক্ষর প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম জেলার সংগঠক সাহেদ ইকবাল চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দীন ওপেলসহ বিভিন্ন থানা পর্যায়ের সংগঠক ও প্রতিনিধিরা। এছাড়া সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক ফজলে রাব্বি চৌধুরী, মহানগর সংগঠক নূরে আবরার রাজিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ নাগরিকরাও ধর্ষণের দ্রুত বিচার ও ফাঁসির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রায় একশত নাগরিক স্বাক্ষর প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত
পরবর্তী নিবন্ধচুয়েটে গাঁজা সেবনকালে ধরা ১৩ শিক্ষার্থী