সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিত এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় নগরের চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে গণি বেকারি প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘টেল মি, হোয়ার আই এম সেইফ’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে এক নারী শিক্ষার্থী বলেন, ভাইয়ের কাছে ছোট বোনের মেয়ে সেইফ না, তাহলে আমরা কেমনে নিজেকে সেইফ মনে করবো? আমরা তো অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। আমাদের কোনো সমস্যা হলে আমরা আমাদের কলেজের বড় ভাইদের কাছে যাব, এখন তাদের কাছে আমরা যদি সেইফ না থাকি তাহলে আমরা কি ঘরে বসে থাকবো? আমরা ধর্ষকদের ফাঁসি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এরপর কেউ এরকম কাজ করতে সাহস না পায়।
অপর এক শিক্ষার্থী বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা চাই সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করা হোক। যাতে আমাদের মা–বোনেরা নিরাপদে চলাচল করতে পারে।