ধর্ম মানুষকে উগ্রতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে

চসিকের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে মেয়র

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে গতকাল সোমবার নগরীর একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেব মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর হাজী নুরুল হক, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, গোলাম মোহাম্মদ জেবায়ের, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, আবদুল বারেক, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুল মান্নান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, ডা, মোহাম্মদ ইমাম হোসেন রানা, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ। প্রধান অতিথি বলেন, শান্তি, সাম্য, ন্যায়ইনসাফ প্রতিষ্ঠাই ইসলাম ধর্ম ও বিশ্বনবী (.) মূল আদর্শ। তিনি বলেন, ধর্ম মানুষকে সুশৃঙ্খলিত করে। উগ্রতা, হঠকারিতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। তাই আমাদের ধর্মের মূল আদর্শকে ধারণ করে চলতে হবে।

পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তিসমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন হাফেজ সোলায়মান আনসারী এবং মিলাদ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

বিভিন্ন স্থানে মাহফিল 

দামপাড়া আলাদী জামাদারওয়াকফ এস্টেট জামে মসজিদ: ১৫নং বাগমনিরাম ওয়ার্ডস্থ দামপাড়া আলাদী জামাদার ওয়াকফ এস্টেট জামে মসজিদে প্রথমবারের মতো ১৪ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন করা হয়। আলাদী জামাদার ওয়াকফ এস্টেট জামে মসজিদের মোতোয়াল্লী শেখ বশির আহমেদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে তকরির করেন হযরত খাজা গরীব উল্লাহ শাহ (.) জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। আলোচক ছিলেন মাওলানা জাহেদুল হক আলকাদেরী, মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা ছিল মহানবীর (.) ব্রত। মাহফিলে উপস্থিত ছিলেন শেখ হারুনুর রশিদ, মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান নিজাম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, এম আর আজিম, শেখ নাছির আহমদ, আবুল হোসেন আবু, শওকত উল্লাহ সোহেল, মো. কফিল উদ্দিন, আবদুল হান্নান, আবু সৈয়দ, মো. ইকবাল, মো. আজিজ, মাওলানা মো. বেলাল, আবু সাদেক তুহিন, মো. মাসুদ, আবু সাঈদ টিপু, সৈয়দ আহমেদ, সালেহ আহমেদ, মো. নাছির আহমেদ, মো. জসিম, দেলোয়ার হোসেন দেলু, জয়নাল আবেদীন টিপু, মাসুদুল হক রানা, মো. আবছার, মো. জুয়েল উদ্দিন প্রমুখ।

পাহাড়তলী খানকাহ্‌ এ হক ভান্ডারী : হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ এবং বিশ্বঅলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর ওরশ শরীফ উপলক্ষে খানকাহ এ হক ভান্ডারী পাহাড়তলী চট্টগ্রামের উদ্যোগে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আলহাজ্ব মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া কমিটি পদ্ম পুকুর শাখার উপদেষ্টা মো. খান লেদু কন্ট্রাক্টর, অ্যাডভোকেট আরশাদ হোসেন, সভাপতি আবদুল হালিম মেম্বার, মো. ওয়াসিক হোসেন আনান, নুর হোসেন সওদাগর, মো. এহছানুল হক ইয়াছিন, মো. সফিউর রহমান, জিয়াউল হোসেন পিনান, মো. ইরফান প্রমুখ।

রাউজান মীরধারপাড়া সমাজ কল্যাণ পরিষদ : রাউজান মীরধারপাড়া সমাজ কল্যাণ পরিষদের পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) মাহফিল ও সুন্নি সমাবেশ অনষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব আলহাজ নুর মোহাম্মদ ছিদ্দিকী বলেছেন, রাসুল করিমের (সা.) জীবন আদর্শ আমাদের চরিত্রে প্রতিফলন ঘটাতে হবে। তা না হলে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন অর্থবহ হবে না। গত শনিবার মিরধারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কায়েদে আজম। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। উদ্বোধক ছিলেন মসজিদের মোতোয়াল্লী আয়ুব আলী সওদাগর। বক্তব্য রাখেন জসিম উদ্দিন আল কাদেরী, মামুনুর রশীদ, হামেদ হাসান আহমদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ রবিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবম শ্রেণির ছাত্রী মোহনা এক ঘণ্টার চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২১৭৫ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা