ধর্ম মানুষকে আলোর পথ দেখায়

চট্টগ্রামে ধর্মীয় সভায় বক্তারা

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বিশ্ব শান্তি কামনার গীতা যজ্ঞ সমবেত প্রার্থনা ও গুরুপূজা, মহাপ্রসাদ বিতরণ ও নগর কীর্তনের আয়োজন করা হয়। সকল ধর্মীয় আয়োজনে পুরোহিতত্ব করেন মন্দিরের সেবায়েত সনজিদ চৈতন্য মহারাজ। পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক সুজিত কুমার দাশ, মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ্য পাল, সংগঠক ডাক্তার অসীম সরকার, প্রবাসী সুমন আচার্য্য, লায়ন রিমন মহুরি, সৈকত চক্রবর্তী, মিলন রুদ্র, রবিন মন্ডল, কানু শুল্কদাশ, বাবলু দাশ। ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার পালিত বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ বুড়িশ্চরে শোর আলী ও আনোয়ারা জামে মসজিদে সভা ও দোয়া মাহফিল