বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগরের দ্বি-বার্ষিক ভার্চুযাল সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার। ভার্চুয়ালি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নির্মল কান্তি চ্যাটার্জী। বক্তব্য দেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী। গীতা পাঠ করেন রাজেশ বিশ্বাস। মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। বক্তব্য দেন, পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, ড. বিপ্লব গাঙ্গুলী, সহ সভাপতি লায়ন দিলীপ ঘোষ, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাডভোকেট নটু চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাড, নিখিল কুমার নাথ, বিপ্লব চৌধুরী, অরূপ রতন চক্রবর্তী, নিখিল ঘোষ, প্রদীপ শীল, নটু ঘোষ, কাউন্সিলর পুলক খাস্তগীর, সঞ্জয় ভৌমিক কংকন, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, বিপ্লব সেন, দোলন দেব, অ্যাড. টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, শ্যামল মজুমদার, সৌরেন দত্ত, স্টালিন দে, অরুণ রশ্মি দত্ত, স্বপন বৈষ্ণব, দীপঙ্কর দেবনাথ, অ্যাড. তপন কুমার দাশ, প্রিয়তোষ ঘোষ রতন, চন্দন কুমার পালিত, বিশ্বজিৎ রায়, রাজীব চৌধুরী মিল্টন, রাহুল দাশ, অঞ্জন দত্ত, পরিমল দেব, নারায়ন সিংহ, স্বরূপানন্দ চৌধুরী, বাপ্পী নন্দী, প্রকৌশলী অমিত ধর, বাবুল দাশ তনয়, অ্যাড. রক্তিম বিশ্বাস, প্রিয়লাল গোস্বামী, তমাল শর্মা চৌধুরী, অজয় চৌধুরী সাজু, অমিত ঘোষ, উজ্জ্বল সুশীল, অ্যাড গৌতম চৌধুরী, অ্যাড. সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, রাজন দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, জয় চৌধুরী, বিবেক দেব, রাধা রানী দেবী, রিপন রায় চৌধুরী, অসিত বরন বিশ্বাস, সমীর মহাজন, উত্তম শীল, লিটন চৌধুরী, প্রকৌশলী সৈকত দাশ, রুবেল শীল, ডা. নেহেরু লাল ধর, লিটন দাশ ইপ্তি, টিটু কান্তি চৌধুরী, লিটন দেবনাথ লিখন, উজ্জ্বল দেওয়ানজী, অশোক দত্ত, ডা. দীপক চৌধুরী, প্রকৌশলী রামচন্দ্র দাশ, সুজন শীল, দীপক দাশ, সমীরণ মল্লিক, রাজীব নন্দী প্রমুখ। বক্তারা বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে করোনা মুক্ত বিশ্ব গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধগুলো মেনে চলার জন্য আহ্বান জানানো হয়। সভায় দ্বিতীয় অধিবেশনে পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের পরিচালনায় ও অধ্যাপক অর্পণ কান্তি ব্যনার্জীর সভাপতিত্বে বিগত কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যকে সভাপতি ও হিল্লোল সেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।