ধর্মীয় অনুভূতিতে আঘাত হলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে ধর্ম উপদেষ্টা

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

কেউ ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি বা ধর্মানুভূতিতে আঘাত হানলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গতকাল বুধবার সকালে কক্সবাজার শহরের ঘোনারপাড়া কৃষ্ণানন্দধামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, কোনো দুর্বৃত্ত যদি ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে কিংবা ধর্মানুভূতিতে আঘাত হানে, তবে তাকে রেহাই দেওয়া হবে না। রাষ্ট্র এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসাএই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সকলের অবদান দরকার। এর আগে বেলা ১১টার দিকে ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে উলুধ্বনি, শক্সখধ্বনি ও ফুল ছিটিয়ে সনাতন ধর্মাবলম্বীররা তাকে বরণ করে নেন। খবর বিডিনিউজের।

ধর্ম উপদেষ্টা এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতারা বক্তব্য রাখেন। পরে উপদেষ্টা আরও কয়েকটি শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ৩৯ টাকা
পরবর্তী নিবন্ধক্যান্সার থেকে সেরে ওঠা, যে অভিজ্ঞতার কথা জানালেন প্রিন্সেস কেট