ধর্মপুর আবেদীয়া প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

ধর্মপুর আবেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি আরশাদ হোসেন (আশু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আয়কর আইনজীবী ও আয়কর উপদেষ্টা এড. মোহাম্মদ লোকমান হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সেকশান অফিসার মুহম্মদ জামশেদুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন লি. এর সাবেক ডিজিএম আব্দুল্লাহ আল মূতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দীন, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি জাহেদ বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গণি সিদ্দীকি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মামুন, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম মানিক, ওয়ান ব্যাংক লি. এর সিনিয়র অফিসার সাজ্জাদ জামান ফরহাদ, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বেলাল উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি ও শিক্ষক অভিবাবক সমিতির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উৎসব