ধরা পড়া চিতা বিড়াল বনেই অবমুক্ত

বিপন্ন প্রজাতি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়ি এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল ধরা পড়েছে। এশিয়ান ইউনিভার্সিটি অফ উইম্যান ক্যাম্পাসে কর্মরত আনসার সদস্যরা গতকাল শনিবার সকালে প্রাণীটি আটক করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার ইসমাইল হোসাইন বলেন, ছলিমপুরে ধরা পড়া চিতা বিড়ালটি বনে ছেড়ে দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আকতার বলেন, বিপন্ন প্রজাতির চিতা বিড়ালটি চট্টগ্রাম চিড়িয়াখানায় আনার কথা ছিল। কিন্তু বন্যপ্রাণীরা বনেই নিরাপদ। আর বন্যপ্রাণী আইন অনুযায়ী এসব প্রাণী খাঁচাবন্দি রাখা অবৈধ। তাই প্রাণীটি ছলিমপুর বনে অবমুক্ত করা হয়। চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। ছেলে ও মেয়ে বিড়ালের মধ্যে চেহারায় ভিন্নতা আছে। ছেলের ওজন মেয়ের তুলনায় বেশি। এই প্রজাতির বিড়ালের মাথাসহ দেহের আকার ৬০ থেকে ৬৬ সেন্টিমিটার। লেজ ও মাথাসহ দেহের দৈর্ঘ্যের চেয়ে সামান্য বড় এবং ওজন প্রায় তিন-চার কেজি হয়।

পূর্ববর্তী নিবন্ধখুন নাকি আত্মহত্যা!
পরবর্তী নিবন্ধরাউজানে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত