বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নুরুন্নবী (৪৮) নামে এক গাড়ি চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় দুইটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নুরুন্নবী পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের হোসেন কলোনীর শাহ আলম তালুকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটার দিকে যাত্রী নামিয়ে নগরীর আরেফিন নগর সানমারের সামনে রাস্তার উপরে তার সিএনজি টেক্সিটি (চট্টগ্রাম-থ-১২-৪৫৮২) রেখে খাবার খেতে যান সোহেল। খাবার শেষে এসে দেখেন তার গাড়িটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। ওসি মো. কামরুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সিএনজি টেক্সি চুরির সঙ্গে জড়িত মো. নুরুন্নবী নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা দুইটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়। দায়ের করা মামলায় নুরুন্নবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, নুরুন্নবী পেশাদার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি পার্কিং করা সিএনজি টেক্সি চুরি করে আসছে। এই ধরনের চুরিতে তার সঙ্গে মাইনুদ্দীন নামে আরও একজন টেক্সি চালক জড়িত আছেন। তারা নিজেদের টেক্সি নিয়ে সেই টার্গেট করা টেক্সির সামনে রাখেন। সুযোগ বুঝে নিজের টেক্সির পেছনে দড়ি দিয়ে বেঁধে টার্গেট করা টেক্সিটি নিয়ে সটকে পড়তেন। কেউ কিছু জানতে চাইলে পেছনের টেক্সিটি নষ্ট হয়ে যাওয়ায় বেঁধে নেওয়া হচ্ছে বলে জানাতেন তারা।