দ্রুত এডহক কমিটি গঠন করে খেলাধুলা শুরুর আশ্বাস

নবাগত সভাপতির সিজেকেএস পরিদর্শন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক হচ্ছেন পদাধিকার বলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। গত বৃহষ্পতিবার চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ফরিদা খানম। যোগ দেওয়ার এক সপ্তাহ পূরণ না হতেই গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে আসেন নতুন সভাপতি। সিজেকেএস সম্মেলন কক্ষে উপস্থিত কাউন্সিলর, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে নতুন সভাপতি বলেন চট্টগ্রাম সব সময় খেলাধুলায় নেতৃত্ব দিয়েছে। কাজেই চট্টগ্রামকে সে নেতৃত্বের আসনেই রাখতে হবে। আর সে জন্য সুষ্ঠ বং সুন্দরভাবে খেলাধুলা সমূহ আয়োজন করতে হবে। এখন যেহেতু জেলা ক্রীড়া সংস্থায় কোন কমিটি নেই তাই সরকারের নির্দেশনা অনুযায়ী অতি স্বল্প সময়ের মধ্যে এডহক কমিটি গঠন করে খেলাধুলা আয়োজনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন আগে এই ক্রীড়া সংস্থায় রাজনীতিকরণ হয়েছে। সামনে সেটা হতে দেওয়া যাবেনা। ক্রীড়া সংশ্লিষ্টরাই এই ক্রীড়াঙ্গন পরিচালনা করবে। যাতে চট্টগ্রামের সুনাম অব্যাহত থাকে।

সভাপতির সংক্ষিপ্ত এই সফরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিজেকেএস কাউন্সিলর এস এম শহীদুল ইসলাম। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদি উর রহমান জাদিদ। তিনি বলেন চট্টগ্রাম মানে খেলাধুলার উর্বর এক ভূমি। শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সব ইভেন্টেই চট্টগ্রাম থেকে একাধিক জাতীয় খেলোয়াড় থাকে। চট্টগ্রামের সাথে অন্য কোন জেলা ক্রীড়া সংস্থার তুলনা করলে হবেনা। তাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম যাতে দ্রুত শুরু করা যায় সে জন্য দ্রুতই এডহক কমিটি গঠন করা হবে। তিনিও জানান ক্রীড়াঙ্গণকে রাজনীতি মুক্ত রাখতে হবে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আমি দীর্ঘ দিন ধরে সংযুক্ত ছিলাম। তখন রাজনীতি ছিলনা। যখন রাজনীতি ঢুকে গেল তখন আমাদের বেরিয়ে যেতে হলো। আমি ২০০৮ সাল পর্যন্ত যত আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হয়েছে সেখানে প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করেছি। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটারদের থেরাপি সংক্রান্ত যন্ত্রপাতি আমারই কেনা। কিন্তু গত ১৫ বছরে এখানে রাজনীতি হয়েছে। আমরা খেলার সাথে রাজনীতিকে মিশাতে চাইনা। আমরা চাই খেলাধুলা নিজের মত করে চলুক। তিনি বলেন আমি রাজনীতি করলেও অনেক আগে থেকেই খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। তাই আমরা আবারো সুন্দর একটি ক্রীড়াঙ্গনের প্রত্যাশা করছি। অনুষ্টানে উপস্থিত ছিলেন সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস কাউন্সিলর হাফিজুর রহমান, জি এম হাসান, শাহাবুদ্দিন জাহাঙ্গীর, মশিউল আলম স্বপন, সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দিন রুবেল, এম এ মুছা বাবলু, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, শওকত হোসাইন, দিদারুল আলম, প্রসেনজিত দত্ত রাজু, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালা্‌হউদ্দিন, আজহারুল ইসলাম, দিদারুল আলম, বিপ্লব দে পার্থ সহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের দিয়ে ঘোষণা করা হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধরাজনীতিকের চরিত্রে পাওলি