বাংলাদেশ অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। দীর্ঘ সাত–আট মাস চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকার পর জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটে দুর্দান্তভাবেই ফিরেছেন তিনি। গতকাল শুক্রবার মিটের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার আবারও অর্জন করলেন দেশের দ্রুততম মানবের মুকুট। জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহনীর হয়ে দৌড়ানো ইমরানুর।
বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০ দশমিক ৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানবের পদক জেতা ইসমাইল হোসেন সামার অ্যাথলেটিক্সে এসে হলেন তৃতীয়। ১০ দশমিক ৮৮ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছেন তিনি। গত বছরের প্যারিস অলিম্পিকে চোটের কারণে দৌড় শেষ করতে পারেননি ইমরান। এরপর থেকে পুনর্বাসন আর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে গতকাল সেই প্রস্তুতির ফলই ধরা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে না পারায় দ্রুততম মানবের খেতাব হারান ইমরানুর। সে সময় নৌবাহিনীর আরেক স্প্রিন্টার মোহাম্মদ ইসমাইল এই খেতাব জিতেছিলেন। তবে এবার প্রতিযোগিতায় ইসমাইলকে পেছনে ফেলে আবারও শীর্ষে ফিরলেন ইমরানুর। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেন। যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর এর আগেও চারবার দেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন। ঘরোয়া প্রতিযোগিতায় এ নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার সেরা হলেন ইমরানুর। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য নজর কাড়ে।
২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে স্বর্ণপদক জিতে তিনি তাক লাগিয়ে দেন সবাইকে। একই বছর লন্ডনে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গড়ে তোলেন বাংলাদেশের জাতীয় রেকর্ড। ইমরানুরের মতো মেয়েদের ১০০ মিটারে সেরার মুকুট ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান। ১২ দশমিক ১৯ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানবীর খেতাব জিতেছেন সুমাইয়া। জাতীয় অ্যাথলেটিঙের সেরা শিরিন আক্তার জমজমাট লড়াইয়ে হেরে দ্বিতীয় হয়েছেন; ১২ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে। ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ মিটারে সেরা হয়েছিলেন সুমাইয়া।