দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস, চাই প্রতিকার

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সম্প্রতি যে বিষয়টি আমাদের জীবনধারণের ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ একাধিক। প্রথমত, মুনাফালোভী ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকট। তৃতীয়ত, সরকারি কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতা বৃদ্ধি। দেশের একটি ক্ষুদ্র অংশ বাড়তি বেতনভাতা পেলেও অসুবিধার দায়ভার বহন করছে সমাজের বৃহত্তর অংশ। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম গত কয়েক বছরে বেড়েছে কয়েক গুণ। জীবনের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেই খাদ্য দ্রব্যের আধিকাংশের মূল্য এখন আকাশচুম্বি। ন্যায়সংগত ও নির্ধারিত মূল্য বলতে এখন কিছুই নেই। দফায় দফায় দাম বাড়লেও রোজগার বাড়ছে না সেই মাত্রায়। ফলে সীমিত আয়ে সংসার সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেই সাথে দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবন হয়ে পড়েছে অসহায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার নানারকম পদক্ষেপ নিলেও এসব পদক্ষেপ যথেষ্ট না হওয়ায় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টানা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও দুর্নীতিবাজ ও মুনাফাখোর ব্যবসায়ীরা নিজেদের সুখসম্পদ আহরণে মত্ত। জনগণ এ পরিস্থিতির আশু প্রতিকার চায়।

শিফা চৌধুরী

হালিশহর, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধভিক্টর হুগো : রোমান্টিক লেখক
পরবর্তী নিবন্ধরক্ষা করো অক্সি-ভাণ্ডার