দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে

লালখান বাজার ওয়ার্ডে ইউনিট সম্মেলনে ডা. শাহাদাত

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে সরকারের হঠকারী সিদ্ধান্তে জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতির কারণে দেশে নিরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। এই সংকট সরকার নিজেই তৈরি করেছে। যার প্রেক্ষিতে খাগড়াছড়িতে মা তার নিজের ছেলে সন্তানকে খাওয়াতে না পেরে বাজারে বিক্রি করছে। গতকাল সোমবার ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের ডেবার পাড় ‘সি’ ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুনর্গঠন কমিটির নেতাদের নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের ইউনিট যে সম্মেলন শুরু হয়েছে তাতে তৃণমূলের নেতাকর্মীরা উদ্বেলিত ও উচ্ছ্বাসিত হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবিকে প্রাধান্য দিয়ে সম্মেলনের মাধ্যমে এই ইউনিট কমিটিগুলো সম্পূর্ণ হচ্ছে।
প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এস.এম সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ন আহবায়ক ও পুনর্গঠন টিমের সদস্য আব্দুল হালিম শাহ আলম, বিভাগীয় শ্রমিক নেতা ও পুনর্গঠন টিমের সদস্য শেখ নুরুল্লাহ বাহার, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী ও পুনর্গঠন টিমের সদস্য মনোয়ারা বেগম মানি, নগর বিএনপি সাবেক নেতা আব্দুল হালিম স্বপন, ইউসুফ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট আবুল কাশেম মজুমদার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক, গুলজার বেগম, নবী হোসেন,ফারুক সিকদার, মাসুদ কামাল, বাহার মিয়া, মোহাম্মদ বাবুল, এডভোকেট শহিদুল হক লিটন, শহীদুল আলম, শওকত হোসেন, মোহাম্মদ টিটু, নুরুল ইসলাম, স্বপন, আব্দুল নূর প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক : সোহেল তাজ
পরবর্তী নিবন্ধঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি