১০৪তম রুশ নভেম্বর বিপ্লব বার্ষিকী ও পার্টির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল নগরীর পুরাতন স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে ও জেলা নেতা জাহেদুন্নবী কনকের পরিচালনায় বিকেল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক, জেলা শাখার সদস্য সচিব শফিউদ্দিন আবিদ।
সমাবেশে বক্তারা বলেন, এ দেশে বিগত ১৩ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও পঞ্চাশ বছরের পুঁজিবাদী শোষণে দেশের জনগণ আজ বিপর্যস্ত। এর মধ্যে করোনায় নতুন করে গরীব হয়েছে প্রায় সাড়ে তিন কোটি, বেকার হয়েছে আড়াই কোটি মানুষ। প্রায় ৭৭ শতাংশ মানুষের আয় কমেছে। দ্রব্যমূল্যের ঊর্ধবগতিতে সংসার চালাতে বেশিরভাগ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় আওয়ামী লীগ সরকার মানুষের জীবনমান রক্ষায় উদ্যোগ না নিয়ে ওল্টো এই সময়েই ডিজেল-কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। একে অজুহাত করে বাসভাড়াও বাড়ানো হয়েছে। ফলে দ্রব্যমূল্য আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু মানুষের প্রকৃত আয় বাড়ছে না। একদিকে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের জীবনে প্রবল অভাব, অন্যদিকে কোটিপতি মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। দেশি-বিদেশি পুঁজিপতি গোষ্ঠীর শোষণ ও লুটপাট অবাধ রাখতেই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসন চলছে। মতপ্রকাশের ন্যূনতম অধিকারও আজ কেড়ে নেওয়া হয়েছে। দেশটাকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এ পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বামগণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।