দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত

ঈদ পুনর্মিলনীতে আবু সুফিয়ান

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির কারণে জনজীবন আজ বিপর্যস্থ। মূল্যবৃদ্ধির জাঁতাকলে পড়ে চরম ভোগান্তির কবলে পড়েছে সাধারণ মানুষ। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না। তাই গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

গত শুক্রবার ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইসকান্দর মির্জা, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, গিয়াসউদ্দিন ভুইঁয়া, মো. ইসকান্দর, সিরাজুল ইসলাম, আবু বক্কর।

চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মিয়া, হাজী কামাল উদ্দিন, মো. আলম, মো. আলমগীর, আবু নাছের ঝুনু, মো. আবছার, মো. আলমগীর, মো. শহীদুজ্জামান, আবু বক্কর বাবু, মো. সিরাজ, মো. বাবলু, কামাল হোসেন খোকন, দেলোয়ার হোসেন খোকা, ইসহাক জয়, রায়হান সিদ্দিকী, মো. রুবেল, মো. সাগর, মো. রহিম, মুনির আবদুল্লাহ রাফি, গিয়াস কাদের,আরিফুর রহমান হিরু, মো.কবির, মো. আলম, মো.ফিরোজ, মো. খোকন, মো. নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, মো.ইদ্রিস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউদীচী নিপীড়িত শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা