গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডবলমুরিং থানা আয়োজিত গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্ম তৈয়্যব শাহ (রা.)’র ৩২তম সালানা ওরস গত শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আইয়ুব দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। আলোচক ছিলেন হালিশহর মাদরাসা–এ তৈয়্যবিয়া তাহেরিয়ার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হাসনাত আলকাদেরী। ওরসে বক্তারা বলেন, আওলাদে রাসুল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) অসংখ্য মসজিদ মাদরাসা ও জশনে জুলুসে ঈদ–এ মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার জমীনে প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, দেশ–বিদেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, আফ্রিকায় শাহেন শাহে সিরিকোট আল্লামা সৈয়্যদ আহমদ শাহ (রা.)’র পরবর্তিতে দ্বীন–মাযহাব মিল্লাতের প্রচার প্রসারে আল্লামা তৈয়্যব শাহ (রা.)’র অবদান অতুলনীয় ও চির স্বরণীয় হয়ে থাকবে।
থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন থানা ও ওয়ার্ড গাউসিয়া কমিটির নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ মুসলিম উদ্দিন, আবুল বাশার, মুহাম্মদ হাসান, এম সেকান্দর মিয়া, ছাগির আলম, মুকবুল আহমদ, নুর মুহাম্মদ, সেকান্দর মামা, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ মহিউদ্দীন, আবদুল করিম সেলিম, মুহাম্মদ আলী, আবদুর রহিম, শফিউল আজম রুবেল, মুহাম্মদ শাহ আলম, আবদুল মালেক, মুবারক আলী, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ সরওয়ার, সনি সেলিম, রায়হানুর রহমান মুন্সি, শফিক রহমান, নুর উদ্দীন, সোলায়মান মিয়া, শাহজান কবির, শহিদুল আলম বাবুল, মুহাম্মদ ইদ্রিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।