দ্বীন ও দেশকে অধর্ম উগ্রবাদ থেকে রক্ষার দাবি

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

দ্বীন ও দেশকে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটে সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এ দাবি জানান বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার ও দলের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, বিগত সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা ও জনগণের ভোটাধিকার ও নাগরিকত্ব হরণ করে এক ভয়ংকর একক দলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল। জনগণের বাক স্বাধীনতা রুদ্ধ করে খুন, গুম, যাকে তাকে যখন তখন ধরে নিয়ে গিয়ে টর্চার রিমান্ড, দলীয় গুন্ডা বাহিনীর অত্যাচার, টর্চার সেল বিভিন্নভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ত্রাসের স্বৈরতা কায়েম করেছিলো। দালাল ছাড়া আমরা স্বাধীন ও অন্যায়ের প্রতিবাদী রাজনৈতিক দলগুলো ছিলাম ভয়ংকর ভীতিকর আতঙ্কজনক চাপের মধ্যে, এ অবস্থায় ছাত্রজনতার কোটা আন্দোলন হত্যাকাণ্ডের মাধ্যমে দমনের পরিণতিতে এক স্বৈরদস্যুতা থেকে মুক্তির এক দফার আন্দোলনে পরিণত হয়। দেশ ও জনগণের মুক্তির জন্য আমরা সকল ঝুঁকি নিয়ে সরাসরি এ আন্দোলনে প্রকাশ্যে অংশগ্রহণ করি, শেষে স্বৈরসরকার পতন হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইন্টেরিম সরকার গঠিত হয়। যতদিনই যাক ইন্টেরিম সরকার ইন্টেরিম ই হয়, ইন্টেরিম সরকারকে দলনিরপেক্ষ থাকতে হয়। ইন্টেরিম সরকার কোন বিশেষ দলের পক্ষে কাজ করলে গণতন্ত্র কখনো অর্জিত হবে না এবং মুক্তির নামে ধোকা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকির মধ্যেও অনেকে পাহাড়ে পাকা ভবন তৈরি করছেন
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগর থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার