দারুণ ছন্দে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। প্রায় প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে রান উৎসব করছেন তিনি। গড়ে যাচ্ছেন রেকর্ডও। গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে মাঠে নেমে নতুন রেকর্ডে নাম লেখালেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজে তিনশ রান করা বিশ্বের প্রথম ক্রিকেটার এখন রিজওয়ান। ৪৬ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলে তিনি এই রেকর্ড গড়েন। সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। পরের ম্যাচেই খেলে ৮৮ রানের অপরাজিত ইনিংস। তৃতীয় ম্যাচে অবশ্য ৮ রানেই বিদায় নিতে হয় তাকে। তবে চতুর্থ ম্যাচে কামব্যাক করেন ৮৮ রানের ইনিংস দিয়ে। সবশেষ পঞ্চম ম্যাচে এসে ৬৩ রান করে নাম লেখান রেকর্ড বইয়ে।