দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের আলাপে দেশের রাজনীতি উঠে আসেনি বলে বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা ব্রিফিংয়ে বলেছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ যান ইসাহাক দার, যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। পরে তারা পৌনে এক ঘণ্টা কথা বলেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী করাসহ বিষয় নিয়ে আলাপ করেছেন বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তবে দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে তুলে ধরেন তিনি। খবর বিডিনিউজের।

জাহিদ হোসেন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য মূলত এসেছিলেন। তার আশু সুস্থতা কামনা করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ইসহাক দার, যোগ করেন তিনি।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধ৭৮৬