তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার কাছে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল মঙ্গলবারের খেলায় শ্রীলংকা অনূর্ধ্ব–১৭ দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১–১ সমতা আনল সফরকারী শ্রীলংকা। সিরিজের প্রথম ওয়ানডে ৭৮ রানে জিতেছিল বাংলাদেশ। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার শেখ জারিফ সিয়াম ৬৫ বলে ৩টি চার এবং ২টি ছক্কার সর্বোচ্চ ৫২ রান করেন। অন্যদের মধ্যে আকাশ রয় ২৫,জুনাইদ হোসেন ২০,আদৃত ঘোষ ১৯,রাকিবুল হোসেন ১৭,মোহাম্মদ নাইম ১৫,ফাইয়াজ রহমান ১৫ এবং ফাহিম হাসান ১০ রান করে। অতিরিক্ত রান হয় ১১। শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নেন হিমারু দিশান এবং মিনুগা নেতসারা। জবাবে হিরুন মাথিশা ও আরোশা সিথুমিনার জোড়া হাফ–সেঞ্চুনিতে ৪৫.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। হিরুন মাথিশা অপরাজিত ৮০ ও আরোশা সিথুমিনা ৫০ রান করেন। এছাড়া রেহান পেইরিস ১৮, জেসন ফার্নান্ডো ২৪ এবং সুনীল উইরারা অপরাজিত ১৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন জারিফ সিয়াম এবং রকিবুল হোসেন। আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব–১৭ দল।












