পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আশা জাগিয়েও শেষ অবধি ৪ উইকেটে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে অবশ্য দ্বিতীয় টি-টোয়েন্টি ঘুরে দাঁড়ানোর কথা জানান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘উইকেট ভালো দেখে আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই। তবে এখানে বোলারদের জন্যও দারুণ কিছু ছিল। আশা করি আমরা কাল আরও ভালো পরিকল্পনা করে মাঠে নামতে পারবো। এই উইকেটে ১৪০ করলে ভালো হতো, তবে কেবল ১২৭ হয়েছে। তাসকিন, মোস্তাফিজ ও মেহেদীরা যেভাবে শুরুর দিকে উইকেট তুলে নিয়েছে, আমরা তেমনটিই চেয়েছিলাম। আমরা জয়ের খুব কাছে গিয়েছিলাম। তবে প্রতিপক্ষের শেষ দুই ব্যাটারকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’ আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।