চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ভ্যবস্থাপনায় এবং বনফুল গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের দুটি খেরা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দুই ম্যাচে জয় লাভ করে মাদারবাড়ি মুক্তকন্ঠ এবং আবাহনী লিঃ জুনিয়র। দিনের প্রথম ম্যাচে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব ১–০ গোলে সিএমপি ফুটবল দলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় আবাহনী লিমিটেড জুনিয়র ১–০ গোলে সাউথ এন্ড ক্লাবকে পরাজিত করে। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১২.৩০ টায় পাইরেট্স অব চিটাগাং এবং মাদারবাড়ি শোভানিয়া ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা ।