সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে বার্ডস স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার সুপার ফোর পর্বের সমাপনী খেলায় তারা ৩২ রানে পাথরঘাটা দূর্বার সাংষ্কৃতিক গোষ্ঠীকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বার্ডস স্পোর্টিং ক্লাব আগামী মৌসুমে প্রথম বিভাগ লিগে অংশ নেবে। এ জয়ে বার্ডস সুপার ফোর পর্বে সর্বোচ্চ ২৭ পয়েন্ট অর্জন করলো। অন্যদিকে পাথরঘাটা দূর্বার পেয়েছে ২২ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। এম এ আজিজ স্টেডিয়ামে গতকালের খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বার্ডস স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহিদুল ইসলাম ৩১,নাজমুল হুদা রাকিব ২৬,মো. শাহনেওয়াজ ২২,জাহেদুল হাসান ১৮, নিজামউদ্দিন রয়েল ১৭, আবদুল কাদের ১৪ এবং জয়নাল আবেদিন ১৩ রান করে। অতিরিক্ত থেকে আসে ১২ রান। দূর্বারের পক্ষে ওয়াহিদুল আলম ৩টি এবং শাহাদাত হোসেন ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন আমজাদ হোসেন বাবু,শাহিদুল আলম সাকিব,রাইসুল ইসলাম এবং মো. তানভির। জবাব দিতে নেমে পাথরঘাটা দূর্বার ৪৬.৪ ওভার খেলে ১৩৮ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে মো. তানভির ২৭,ওয়াহিদুল আলম ২৩,ওমর ফারুক সাইমন ১৭, মো. রাসেল ১০ রান করেন। ১১ রান করে সংগ্রহ করেন আদিত্য সরকার এবং শাহাদাত হোসেন। অতিরিক্ত থেকে জমা হয় ১৯ রান। বার্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন জাহেদুল হাসান,ইমরান আলম সজিব এবং মো. শাহনেওয়াজ। ১টি করে উইকেট নেন নাজমুল হুদা এবং সাইফুুদ্দিন কায়সার। গতকাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি, সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মোহাং সোলায়মান। অতিরিক্ত জেলা প্রশাসক (চট্টগ্রাম) এবং সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান রাকিব হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) গোলাম মহিউদ্দিন হাসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, হাসন মুরাদ বিপ্লব, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রেখা আলম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর ক্যাপ্টেন আহসান আজিজ শেলী, লুৎফুল করিম সোহেল, এনামুল হক, সাইফুল আলম খান, কাজী মো. জসিম উদ্দিন, সাইফুল আলম বাপ্পি, সরোয়ার আলম চৌধুরী মনি, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জি: জসিম উদ্দীন প্রমুখ।