দ্বিতীয় বিভাগে উঠে গেল ইয়ং স্টার ক্লাব

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ মে, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব। এ জয়ে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলা নিশ্চিত করলো তারা। সে সাথে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা এগিয়ে থাকলো ইয়ং স্টার। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলায় ইয়ং স্টার ক্লাব ৫ রানে কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে। কোয়ালিটি ব্লুজ এ পর্বে তাদের প্রথম খেলায় জয়লাভ করেছিল। গতকাল টসে জিতে কোয়ালিটি ইয়ং স্টারকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ৩৯ ওভার ১ বল খেলে ইয়ং স্টার ১৪৩ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে ওপেনার তূর্য লোধ ২৯,ফাবিয়ান মোস্তফা ৩৩,মো. ইয়াসিন ১৫, বিপন কান্তি দাস অপরাজিত ১৩ এবং রাহিদুল ইসলাম ১০ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২০ রান। কোয়ালিটি ব্লুজের মো. নাইম ১৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন সাকিব হোসেন এবং জুনাইদ বিন। ১টি করে উইকেট পান আবদুল খালেক,জাফর আলম এবং তানিমুল ইসলাম।
জবাব দিতে নেমে কোয়ালিটি ব্লুজ নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমে যায়। দলের সর্বোচ্চ রান আসে মশিউর রহমানের ব্যাট থেকে। তিনি ৩৬ রান করেন। এছাড়া জিসানুল কাদের ১৭,জিসাদ হোসেন ১৮,তানিমুল ইসলাম ১৪,নজরুল কবির ১০ রান করেন। ১১ রান করেন সাকিব হোসেন। একই রানে অপরাজিত থাকেন মো. নাইম। অতিরিক্ত রান হয় ১২। শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় কোয়ালিটি। ইয়ং স্টার ক্লাবের মনজুরুল ইসলাম ২৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ২টি উইকেট পান অভিজিত ঘোষ। ১টি করে উইকেট নেন নয়ন নাথ, রাব্বি আহমেদ এবং মো. ইয়াসিন। আজ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে কাস্টমস এঙাইজ এন্ড ভ্যাট ক্লাব এবং সাউথ এন্ড ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহর অধিনায়কত্বের প্রশংসায় বিসিবি সভাপতি
পরবর্তী নিবন্ধআর্চারির দুটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশ