দ্বিতীয় ওয়ানডেতে আরো হতশ্রীভাবে হারলো টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

পাকিস্তান অনূর্ধ্ব১৯ দলের বিপক্ষে হেরেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। চারদিনের টেস্টে দশ উইকেটে হারের পর প্রথম ওয়ানডেতে হেরেছিল ৯ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে এসে আরো হতশ্রী স্বাগতিক যুবারা। এবার তারা হেরেছে ৭৮ রানের বিরাট ব্যবধানে। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উদ্বোধনী ব্যাটার আজান আওয়াইসের সেঞ্চুরির সুবাধে বিরাট সংগ্রহ দাঁড় করিয়েছিল। আর বোলিংয়েও পাকিস্তানীরা ছিল নিয়ন্ত্রিত। আর তাতেই টানা দ্বিতীয় হার মেনে নিতে হয় স্বাগতিকদের।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ফর্মে থাকা ওপেনার শাহজাইব খানকে চতুর্থ ওভারে ফিরিয়ে ভাল ধাক্কা দিয়েছিলেন ইকবাল হোসেন। আগের ম্যাচে ৮৩ রান করা শাহজাইব এ ম্যাচে ফিরেন ৬ রান করে। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন আজান ও শামিল হোসেন। ৩৩ রান করে আউট হন শামিল। তৃতীয় উইকেট জুটিতে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন আজান ও অধিনায়ক মির্জা সাদ বেগ। দুজন মিলে ১৩২ বলে যোগ করেন ১২৬ রান। হাফ সেঞ্চুরি করে ফিরেন পাকিস্তান অধিনায়ক। ৬৪ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে সাদ করেন ৫১ রান। অধিনায়কের বিদায়ের পর সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় যুব ওয়ানডে খেলতে নামা আজান আওয়াইস। ১২২ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পুরন করেন আজান। এরপর অবশ্য তাকে বেশি দূর যেতে দেননি স্বাগতিক পেসার ইকবাল। রাফিউজ্জামান রাফির হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১২৫ বলে ১৫টি চারের সাহায্যে ১০৫ রান করেন আজান। শেষ দশ ওভারে ৭৮ রান যোগ করে পাকিস্তান। যেখানে শেষ উইকেট জুটিতে ১৯ বলে ৩৬ রান যোগ করেন আমির হাসান ও আইমাল খান। আর তাতে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ২৭১ রান। ১৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন আমির হাসান। ৭ বলে ১৩ রান করেন আইমাল খান। বাংলাদেশের পেসার ইকবাল ৭২ রানে নিয়েছেন ৪ উইকেট ।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানের মাথায় কোন রান না করে ফিরেন আশিকুর রহমান। এরপর দলের টপ অর্ডারের সবাই বড় ইনিংস খেলতে না পারলেও দুই অংকের ঘরে যেছেন। ৫৬ রানের মাথায় ১৭ রান করে ফিরেন সাকিব। এরপর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি কেউই। ৬৬ রানের মাথায় ৪০ রান করে ফিরেন ওপেনার আদিল। মাঝখানে শিহাব জেমস চেষ্টা করেছিলেন দলকে টানার। কিন্তু তিনিও পারলেননা বড় ইনিংস খেলতে। ফিরেছেন ৬২ বলে ৪২ রান করে। শেষ পর্যন্ত পুরো পঞ্চাশ ওভারও খেরতে পারেনি বাংলাদেশ। ৪৭ ওভারে ১৯৩ রান করে অল আউট হয় স্বাগতিকরা। আর তাতেই ৭৮ রানের হার মানতে হয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২০ তে এগিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব১৯ দল। পাকিস্তানের পক্ষে ইসমাইল। ৫০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আসফান্ড এবং আইমাল। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আজান আওয়াইস। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যেও পথ চলা শুরু সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের
পরবর্তী নিবন্ধদ্বিতীয়স্থান থেকে বিশ্বকাপে যাওয়ার সুযোগ এই সিরিজ