তরুন এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংটা ভাল করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে মোমিনুল হকরা ২৩১ রানে অল আউট হয়ে গেলে এইচপি দল অল আউট হয় ২৩৭ রানে। আগের দিনের ২৩৭ রানের সাথে আর কোন রান যোগ করতে পারেনি এইচপি গতকাল। ফলে ৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে ‘এ’ দলের তিনজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেও তৃতীয় দিন শেষে তারা সংগ্রহ করেছে ৪ উইকেটে ২৫৮ রান। সাদমান এবং শান্ত হাফ সেঞ্চুরি মিস করলেও এখনো হাফ সেঞ্চুরির পথে আছেন মিঠুন। ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। অপরদিকে চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি রাব্বি অপরাজিত আছেন ৬৫ রানে। তার ৭৪ বলের ইনিংসটিতে ৬টি চার এবং তিনটি ছক্কার মার রয়েছে। বরাবরের মত এই ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান। ফিরেছেন ১৮ রান করে। ৩১ রানে উদ্বোধণী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে শান্ত এবং সাদমান মিলে যোগ করে ৭৫ রান। ৮০ বলে ৪৭ রান করে ফিরেন শান্ত। নিজের হাফ সেঞ্চুরি থেকে এক রান দুরে থাকতে ফিরেন সাদমান। অধিনায়ক মোমিনুল ফিরেছেন ৩০ রান করে। ১৫৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর মিঠুন এবং ইয়াসির মিলে যোগ করেন ১০৩ রান।
এইচপি দলের পক্ষে তানভীর ইসলাম নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম এবং রেজাউর রহমান। ফলে ২৫২ রানে এগিয়ে রয়েছে ‘এ’ দল। আজ ম্যাচের শেষ দিন।