দ্বিতীয় সিনেমায় নাম লেখালেন সাইফপুত্র

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। তিনি তারকাপুত্র হওয়ায় শোবিজে বাড়তি সুবিধা পান বলে অনেকেরই অভিযোগ। তার বাবামা দুজনই বলিউডের খ্যাতিমান তারকা। সিনেমার দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন ইব্রাহিম আলি খান। ইব্রাহিম আলি খান সাইফ আলি খান এবং অমৃতা সিংহের ছেলে। সারা আলি খানের ভাই। পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও কি অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেবেনএমনটা মনে করছেন সবাই।

অভিনেতা হিসেবেই বলিউডে পা রাখতে যাচ্ছেন ইব্রাহিম। তার প্রথম সিনেমা নিয়ে আলোচনাও কম হয়নি। তবে সেই সিনেমা মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর আগেই দ্বিতীয় সিনেমায় নাম লেখালেন ইব্রাহিম।

পূর্ববর্তী নিবন্ধদেশের প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’ মুক্তি
পরবর্তী নিবন্ধআয়ুষ্মানই সৌরভ, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দাদার বায়োপিকের শুটিং