প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজের নারী টি–টোয়েন্টি ক্রিকেট সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান তোলে। ওদিকে ১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পঞ্চমবারে এসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল তারা। সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় এটি। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ড ও পরের বছর থাইল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ১টি করে চার–ছক্কায় দলের সর্বোচ্চ ২৭ রান করেন স্বর্ণা আক্তার। ২২ বলের এই ইনিংসের সৌজন্যে ১১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পান ১৬ বছর বয়সী অলরাউন্ডার। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের কারিগর নাহিদা আক্তার এবার ধরেন ১৫ রানে ২ শিকার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় সালমা খাতুনের পাশে বসলেন তিনি। দুজনেরই এখন সমান ৮৪ উইকেট। সাবেক অধিনায়ক সালমা ৯৩ ইনিংসে পেয়েছিলেন ৮৪ উইকেট। বর্তমান দলের সহ–অধিনায়ক ৭১ ইনিংসেই ছুঁয়ে ফেললেন তাকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন একপ্রান্ত ধরে খেলতে থাকেন। তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারিও করেন ইতিবাচক শুরু। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। রান আউটে শেষ হয় তার ২ চারে ১১ বলে ১৬ রানের ইনিংসের। মুর্শিদা আউট হন ২৮ বলে ২০ রান করে। অধিনায়ক নিগার সুলতানা বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে স্বর্ণার ৩৮ রানের জুটিতে দলের রান একশ পার হয়। রিতু ২১ বলে করেন ১৯ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিয়ানা বেগ। পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই নাটালিয়া পারভেজকে বোল্ড করে দেন মারুফা আক্তার। এরপর বিসমাহ মারুফ এক প্রান্ত আগলে রাখলেও অন্যরা টিকতে পারেননি। ২ চারে ৪৪ বলে ৩০ রান করে ফাহিমা খাতুনের বলে স্টাম্পড হন বিসমাহ। শেষ দিকে ইরাম জাভেদ, উম্মে হানিরা চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি। একই মাঠে কাল রোববার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তানের মেয়েরা।