বাংলাদেশের ক্রীড়া ফেডারেশন গুলোতে বড় পদগুলো সচরাচর ঢাকার বাইরে দিতে চায় না ঢাকার সংগঠকরা। তবে গত কয় বছরে সে ধারায় পরিবর্তন এসেছে। চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা ফেডারেশনগুলোতে বড় পদে জায়গা করে নিচ্ছে। এখন অনেক ফেডারেশনের সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকের মত পদগুলোতে জায়গা করে নিচ্ছে চট্টগ্রামের সংগঠকরা। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ সভাপতি হলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মসিউর রহমান চৌধুরী। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। গত মেয়াদে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি বেশ সাফল্যের সাথে। বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্টগুলোর মধ্যে তায়কোয়ান্ডো এখন অন্যতম। গত কয় বছরে অনেক পদক জয় করেছে বাংলাদেশ এই ইভেন্ট থেকে। মশিউর রহমান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের তায়কোয়ানডো ও এগিয়ে যাচ্ছে বেশ ভালভাবে। এদিকে মো. মসিউর রহমান চৌধুরী বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পুনরায় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম দলের কর্মকর্তাগণ অভিনন্দন জানিয়েছেন। এদিকে দ্বিতীয় মেয়াদে তায়কোয়ানডো ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হয়ে তায়কোয়ানডোকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করেন মশিউর রহমান চৌধুরী।