দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চান্দগাঁও ও রেলওয়ের জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

চারদিন বন্ধ থাকার পর সিজেকেএস সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগ আবার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত লিগের দুটি খেলায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে এস এ নিজ নিজ খেলায় জিতেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাব ১০ গোলে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবকে পরাজিত করে। তুলনামূলক দূর্বল দল চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের কাছে শক্তিশালী শোভনীয়া ক্লাবের এই পরাজয় সবাইকে অবাক করেছে। স্টেডিয়ামে উপস্থিতদের মাঝে এ নিয়ে গুঞ্জনও শোনা যায়। শোভনীয়া ৭ খেলা শেষে ১১ পয়েন্ট পেয়েছে। এটা ছিল তাদের দ্বিতীয় পরাজয়। চান্দগাঁও স্পোর্টিং ৭ খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। তারা চারটি খেলায় পরাজিত হয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের ইয়াকুব। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য আবদুল হান্নান আকবর।

দিনের ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে এস এ ২১ গোলে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবকে পরাজিত করে। রেলওয়ে ৭ খেলা শেষে ৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে মুক্তকণ্ঠ ৭ খেলা শেষে ৫ পয়েন্ট লাভ করেছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে এস এ এর খেলোয়াড় ফাহাদ বিন আজম। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আকতার মিয়া।

আজ ১০ জানুয়ারি দুপুর ১টায় পাইরেট্‌স অব চিটাগাং বনাম আবাহনী লিমিটেড জুনিয়র এবং বিকাল ৩টায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ বনাম হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা পরস্পরের মোকাবেলা করবে। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধসংসদ সদস্য এবং অধিনায়কত্ব দুটি দায়িত্বকেই চ্যালেঞ্জিং বললেন সাকিব