সিডিএফএ এর যৌথ ব্যবস্থাপনায় আসন্ন সিজেকেএস সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রম গতকাল ২৩ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস ফুটবল কার্যালয়ে শুরু হয়। দলবদল কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিডিএফএ সহ সভাপতি ও দলবদল কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য ও সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ সহ লিগে অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড় প্রমুখ। গতকালের দলবদল কার্যক্রমে কর্ণফুলী ক্লাবের পক্ষে ৩জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।