একের পর এক পরিত্যক্ত হচ্ছে সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলাগুলো। আগের দিনও লিগের খেলা পরিত্যক্ত হয়েছে। গতকাল বুধবারও হতে পারেনি লিগের নির্ধারিত খেলা। সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে কে এম স্পোর্টিং ক্লাব এবং আবেদীন ক্লাবের এই খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে দুটি দলই এক পয়েন্ট করে লাভ করেছে। আজকের খেলায় অংশ নেবে রাফা ক্রিকেট ক্লাব এবং এলিট পেইন্ট আরসি। খেলাটি মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত হবে।